বিশেষ পুরস্কারে ভূষিত হলেন এসআই সঞ্জয় কুমার সাহা
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার সাহাকে পুরস্কৃত করলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি। থানায় গত ৭ জানুয়ারী ২০২০সালে একটি ক্লুলেস হত্যা মামলা রুজু হয়। মামলাটি ব্যাপক তদন্তকালে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল, মো. ময়নুল হক এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান ও ক্লুলেস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সঞ্জয় কুমার সাহাসহ থানার একটি চৌকস টিম অক্লান্ত ও নিরলস পরিশ্রমের মাধ্যমে গত ১১ জানুয়ারী ২০২০ সালে মামলার রহস্য উদঘটনাসহ প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে খুনের ঘটনার ব্যবহৃত দা উদ্ধার করে। ছোট ভাই ভিকটিম সাগর সরকার শাওন আহমেদ এর স্ত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে বড় ভাই আসামী মো. তানজির আহমেদ, ছোট ভাই ভিকটিম সাগর সরকার শাওন আহমেদ-কে দা দিয়ে মাথার পিছনে কুপিয়ে হত্যা করে। লাশ গোপনের জন্য ঘটনা¯’লের পার্শ্বে থাকা একটি বায়োগ্যাস প্লান্টের হাইজের মধ্যে ইটের বস্তা দ্বারা চাঁপা দিয়ে রাখে। উল্লেখিত কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ১৬ মার্চ সোমবার-২০২০ সালে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ক্লুলেস মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সঞ্জয় কুমার সাহাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন ।